ভিসামুক্ত ভ্রমণ চুক্তি অনুমোদন করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i84840-ভিসামুক্ত_ভ্রমণ_চুক্তি_অনুমোদন_করল_ইসরাইল
সংযুক্ত আরব আমিরাতের সাথে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট। এ চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরাইলের নাগরিকরা ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফর করতে পারবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়া ইহুদিবাদী ইসরাইল সফর করতে পারবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২০ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলের সংসদ নেসেট
    ইসরাইলের সংসদ নেসেট

সংযুক্ত আরব আমিরাতের সাথে ভিসামুক্ত ভ্রমণের চুক্তি অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট। এ চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরাইলের নাগরিকরা ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফর করতে পারবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা ভিসা ছাড়া ইহুদিবাদী ইসরাইল সফর করতে পারবে।

গতকাল রোববার ইসরাইলের সংসদ নেসেট এ চুক্তি অনুমোদন দেয় বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে। গত মাসে ইসরাইলের উপকণ্ঠে একটি শহরে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন অর্থমন্ত্রী স্টিনে নুচিন এবং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে পৃথিবীর একমাত্র দেশ সংযুক্ত আরব আমিরাত এই ধরনের চুক্তি সই করতে পারলো। ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার সঙ্গেও এই ধরনের যুক্তি নেই। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়া বিশ্বের কোন দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ইহুদিবাদী ইসরাইল সফর করতে পারেনা। সে ক্ষেত্রে দু'পক্ষের মধ্যে এটি হচ্ছে নজিরবিহীন একটি চুক্তি।

সংযুক্ত আরব আমিরাত আগেই চুক্তিটি নবায়ন করেছেন। গত ১ নভেম্বর আবুধাবি সরকার এ চুক্তি নবায়ন করে বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩