ইরানের সরকার ও জনগণকে আরব আমিরাতের শীর্ষ নেতাদের শুভেচ্ছা
-
শেইখ মুহাম্মাদ বিন জায়েদ আলে নাহিয়ান
ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে ইরানের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার।
আমিরাতের প্রেসিডেন্ট শেইখ খালিফা বিন জায়েদ আলে নাহিয়ান ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, বিপ্লব বার্ষিকীতে ইরানের জনগণ ও সরকারের প্রতি শুভেচ্ছা রইলো।
এছাড়া আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেইখ মুহাম্মাদ বিন রাশিদ আলে মাকতুম এবং আবু-ধাবির যুবরাজ ও সামরিক বাহিনীর উপ-প্রধান শেইখ মুহাম্মাদ বিন জায়েদ আলে নাহিয়ানও আলাদা বার্তায় ইরানকে বিজয় বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বের আরও অনেক দেশ ইরানের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছে।
ইয়েমেনে আমিরাতের অব্যাহত হামলাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
ইরানে আজ ইসলামী বিপ্লব বিজয়ের ৪২তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।