পেজেশকিয়ান: ট্রাম্প যে পথ বেছে নিয়েছেন তা পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেবে
https://parstoday.ir/bn/news/iran-i152420-পেজেশকিয়ান_ট্রাম্প_যে_পথ_বেছে_নিয়েছেন_তা_পুরো_অঞ্চলে_আগুন_ধরিয়ে_দেবে
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে বলেছেন, যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ আনা হয় তাহলে আমরা পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেব না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১৩:৫৬ Asia/Dhaka
  • আমেরিকার এনবিসি নিউজ নেটওয়ার্কের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাৎকার
    আমেরিকার এনবিসি নিউজ নেটওয়ার্কের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাৎকার

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে বলেছেন, যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ আনা হয় তাহলে আমরা পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেব না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করেছেন। পার্স টুডে অনুসারে, পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের বিষয়টি উল্লেখ করে বলেছেন,  যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র থাকার অভিযোগ আনা হয় তাহলে আমরা পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেব না।

তিনি জিজ্ঞাসা করেন, "স্ন্যাপব্যাক সক্রিয় হওয়ার পরে তারা কীভাবে আমাদের কাছ থেকে তাদের জন্য পরিদর্শনের অনুমতি আশা করে?" এরপর তিনি বলেন,  "তারা সংস্থা এবং এনপিটির নিয়মকানুন এবং আন্তর্জাতিক কাঠামো অনুসারে কাজ করতে চায়নি যার ইরানও সদস্য।"

ইসলামী প্রজাতন্ত্র ইরানের  প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা উল্লেখ করে বলেন: "ইসলামি সংস্থাটির তত্ত্বাবধানে পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কোনও অধিকার নেই, কিন্তু তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই পদক্ষেপ সম্পর্কে নীরব ছিল।"

পেজেশকিয়ান এই নীরবতাকে পশ্চিমা হুমকির অংশ বলে মনে করে আরো বলেন, "পশ্চিমারা এই অঞ্চলে নিরাপত্তাহীনতার কারণ অর্থাৎ তারা একদিকে ইসরায়েলকে উৎসাহিত করে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।"

তার বিবৃতির অন্য অংশে পেজেশকিয়ান আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারের ওপর জোর দিয়ে বলেন, "আমরা যুদ্ধ চাই না এবং যুদ্ধের ভয়ও পাই না।"

তিনি মার্কিন সরকারের নীতি সম্পর্কে সতর্ক করে বলেন: "ট্রাম্প শান্তি তৈরির কথা বলেন, কিন্তু তিনি যে পথ বেছে নিয়েছেন তা পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দেবে।"

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন,  ইরান কখনও যুদ্ধ শুরু করেনি বা কোনও যুদ্ধ শুরু করবে না, তবে যে আমাদের আক্রমণ করবে, আমরা তার কঠোর জবাব দেব। আমরা অবশ্যই আমাদের শক্তি দিন দিন শক্তিশালী করব যাতে কেউ সহজেই আমাদের ওপর আক্রমণ করতে না পারে।

গাজায় সংঘটিত অপরাধের কথা উল্লেখ করে তিনি উল্লেখ করেন,  আপনি কি জানেন কেন গাজায় মানুষদের ওপর বোমাবর্ষণ করা হচ্ছে এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থা নীরব এবং কিছুই করতে পারছে না? এর কারণ হল গাজার জনগণের কোনও প্রতিরক্ষা শক্তি নেই।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন,  এখন পর্যন্ত গাজায় ৬৫,০০০ নিরীহ মানুষ নিহত হয়েছে এবং নারী ও শিশুরা চরম ক্ষুধায় মারা যাচ্ছে। আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে এটি কোন  মানবিক আইন যা প্রতিদিন কয়েকজনকে যেখানে খুশি বোমাবর্ষণ করতে দেয় এবং কেউ তাদের কিছু বলে না। এটি কি জঙ্গলের আইন নয়?

আমেরিকানদের প্রতিশ্রুতি ভঙ্গের কথা উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেন,  গণতন্ত্র ও স্বাধীনতার দাবিদার আমেরিকা প্রথমত তারা ইরানি প্রতিনিধিদলের অনেক সদস্যকে জাতিসংঘে আসতে দেয়নি দ্বিতীয়ত, তারা আমাদের জাতিসংঘের কাছে বাসস্থানের অনুমতি দেয়নি এবং যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানে কিছু অংশ এবং এলাকায় আমাদের উপস্থিতির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং তারা আমাদের একটি নির্দিষ্ট এলাকার বেশি দূরে যেতে এবং জাতিসংঘে উপস্থিত বাকি প্রতিনিধিদের সাথে কথা বলতে দেয়নি। তারপর তারা তাদের ভার্চুয়াল স্পেস এবং মিডিয়াতে বলে যে ইরান অস্থিরতা চাইছে।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন,  "আমরা সংলাপের জন্য প্রস্তুত এবং আমরা আমাদের মনের কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে এটা স্বাভাবিক যে আমরা আন্তর্জাতিক কাঠামোর মধ্যে মানবাধিকারের পরিপন্থী বিষয়গুলোকে মেনে নিতে চাই না,কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকানরা চায় না যে আমরা এই পথে চলি।"#

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন