ইরাকে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে আমিরাত: ইরাকি সংসদ সদস্য 
https://parstoday.ir/bn/news/west_asia-i88832-ইরাকে_ধ্বংসাত্মক_এজেন্ডা_বাস্তবায়ন_করছে_আমিরাত_ইরাকি_সংসদ_সদস্য
ইরাকের সংসদ সদস্য কাজেম আল-সাইয়াদি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ভেতরে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরাককে অস্থিতিশীল করার জন্য আমিরাত এ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৮, ২০২১ ১১:৪৩ Asia/Dhaka
  • ইরাকের সংসদ সদস্য কাজেম আল-সাইয়াদি
    ইরাকের সংসদ সদস্য কাজেম আল-সাইয়াদি

ইরাকের সংসদ সদস্য কাজেম আল-সাইয়াদি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ভেতরে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরাককে অস্থিতিশীল করার জন্য আমিরাত এ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

গতকাল (বুধবার) ইরাকের এ সংসদ সদস্য আরো বলেন, তার দেশের ভেতরে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপমূলক তৎপরতা এখন ওপেন-সিক্রেট। ইরাকের আল-অহেদ বার্তা সংস্থা এ খবর দিয়েছে। 

কাজেম আল-সাইয়াদি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর ইসরাইল ও আমেরিকার অনুরোধে আমিরাত ইরাকে তৎপর হয়ে ওঠে। বিশ্বের বহু দেশে তাদের ঘাতক দল মোতায়েন করা আছে।  

সাইয়াদি সুস্পষ্ট করে বলেন, ইরাকের কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে নিয়েছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান এবং তিনি আমিরাতের ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে উৎসাহী করে তোলার দায়িত্ব দিয়েছেন যাতে ইরাকের দক্ষিণ ও মধ্যাঞ্চল অস্থিতিশীল করে তোলা যায়। আর এ কাজের মূল লক্ষ্য হলো ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবিকে ধ্বংস করা।#

পার্সটুডে/এসআইবি/১৮