‘ইরান-ইরাক গভীর সম্পর্ক আঞ্চলিক দেশগুলোর জন্যই কল্যাণকর’
https://parstoday.ir/bn/news/west_asia-i90734-ইরান_ইরাক_গভীর_সম্পর্ক_আঞ্চলিক_দেশগুলোর_জন্যই_কল্যাণকর’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাক সফরে গিয়ে দেশটির প্রসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে দুজনই ইরান ও ইরাকের মধ্যে গভীর সম্পর্ক রক্ষার ওপর জোর দিয়ে বলেন, এতে আঞ্চলিক সমস্ত দেশ লাভবান হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ২১:০৭ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ ও বারহাম সালিহর বৈঠক
    জাওয়াদ জারিফ ও বারহাম সালিহর বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরাক সফরে গিয়ে দেশটির প্রসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে দুজনই ইরান ও ইরাকের মধ্যে গভীর সম্পর্ক রক্ষার ওপর জোর দিয়ে বলেন, এতে আঞ্চলিক সমস্ত দেশ লাভবান হবে।

জারিফ আজ (সোমবার) প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।  বৈঠকে দুজন জোর দিয়ে বলেন, দুই দেশের স্বার্থ ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য তেহরান-বাগদাদ গভীর সম্পর্ক জরুরি। এছাড়া, ইরান ও ইরাকের মধ্যে এর আগে যেসব চুক্তি সই হয়েছে সেগুলোকে কার্যকর করার ওপর জোর দেন দুপক্ষ।

প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেন, বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর জন্য ইরাক যে নীতি অনুসরণ করছে তার লক্ষ্য হলো কাঠামোর মধ্যে থেকে ভারাসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা যাতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংকট  নিরসন করা যায়।#

পার্সটুডে/এসআইবি/২৬