তুরস্কের ইঞ্জার্লিক ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i90890
কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তুরস্কের জনগণ সেদেশে অবস্থিত ইঞ্জার্লিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ২৯, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka

কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ অব্যাহত রয়েছে। তুরস্কের জনগণ সেদেশে অবস্থিত ইঞ্জার্লিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন।

তুরস্কের আদানায় ইঞ্জার্লিক বিমানঘাঁটির সামনেও সমাবেশ করেছে স্থানীয় জনগণ। তাদের হাতে ছিল বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড।

এসব প্ল্যাকার্ডে যেসব বক্তব্য খেলা ছিল তার মধ্যে একটি হলো- 'আর্মেনীয় গণহত্যার দাবি মার্কিন মিথ্যাচার, মার্কিন বাহিনী তোমরা তুরস্ক থেকে চলে যাও'। বিক্ষোভকারীরা দুই সপ্তাহের মধ্যে ইঞ্জার্লিক বিমানঘাঁটি ছাড়তে মার্কিন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আমেরিকার ইঞ্জার্লিক বিমানঘাঁটিটি তুরস্কের আদানা শহরে অবস্থিত। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তুরস্কের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি দাবি করেছেন, উসমানীয় শাসনামলে তুর্কি বাহিনী আর্মেনীয়দের ওপর গণহত্যা চালিয়েছে। এই ঘোষণার পর থেকেই প্রতিবাদমুখর হয়ে উঠেছে তুরস্কের সরকার ও জনগণ।

প্রতিদিনই প্রতিবাদকারীদের কাতারে নতুন নতুন দল ও সংগঠন যুক্ত হচ্ছে বলে জানা গেছে। এর ফলে আরও কিছু দিন মার্কিনবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন