গাজায় হামাসের শীর্ষ নেতা সিনওয়ারের বাড়ি ধ্বংসের দাবি করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i91712-গাজায়_হামাসের_শীর্ষ_নেতা_সিনওয়ারের_বাড়ি_ধ্বংসের_দাবি_করল_ইসরাইল
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাইয়ের বাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দখলদার ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৬, ২০২১ ১৬:৫৪ Asia/Dhaka
  • ইয়াহিয়া সিনওয়ার
    ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাইয়ের বাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দখলদার ইসরাইল।

ইয়াহিয়া সিনওয়ার হচ্ছেন হামাসের গাজা অঞ্চলের রাজনৈতিক শাখার প্রধান। এছাড়া তাঁর ভাই মুহাম্মাদও হামাসের একজন প্রভাবশালী সদস্য। গাজার খান ইউনিসে তাদের বাড়ি।

বার্তা সংস্থা এএফপি বলেছে, তারা সিনওয়ারের বাড়িতে বোমা হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এর আগে গতকাল (শনিবার) হামাসের রাজনৈতিক শাখার আরেক সিনিয়র নেতা খলিল আল হায়ার বাড়িতেও বোমাবর্ষণ করা হয়েছে।

গাজায় ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে এবং বিক্ষোভের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছে ফিলিস্তিনের নিরপরাধ জনগণ।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।