‘গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করলেন তিনি’
https://parstoday.ir/bn/news/west_asia-i91876-গুরুতর_অভিযোগ_তুলে_পদত্যাগ_করলেন_তিনি’
লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী চারবেল ওয়েহবে পদত্যাগ করেছেন। ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের জন্য সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে দায়ী করার পর তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ালেন। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ১৯, ২০২১ ২২:৫১ Asia/Dhaka
  • চারবেল ওয়েহবে
    চারবেল ওয়েহবে

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী চারবেল ওয়েহবে পদত্যাগ করেছেন। ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের জন্য সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে দায়ী করার পর তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ালেন। 

আজ (বুধবার) প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে চারবেল পদত্যাগপত্র তুলে দেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

পরে এক বিবৃতির মাধ্যমে তিনি তার পদত্যাগের কথা নিশ্চিত করেন। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন চারবেলের বক্তব্যের প্রতিবাদে লেবাননের রাষ্ট্রদূতদের তলব করে। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে ডেকে তাকে একটি স্মারকলিপি দেয়। চারবেল ওয়েহবের বক্তব্যকে অপরাধমূলক ও লজ্জাজনক মন্তব্য বলে উল্লেখ করে।  

সোমবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের নেইনাভা ও সিরিয়ার পালমিরা শহরে দায়েশের উত্থানের জন্য ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ দেশগুলোকে দায়ী করেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেন নি।# 

পার্সটুডে/এসআইবি/১৯