ফিলিস্তিনিদের অর্থ দান করল ইয়েমেনিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i92380-ফিলিস্তিনিদের_অর্থ_দান_করল_ইয়েমেনিরা
ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায়ের জন্য ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষ নগদ অর্থ বিতরণ করেছে। এছাড়া, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের জন্য ১৫ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেনিরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২১ ১৬:৫১ Asia/Dhaka
  • এই অনুষ্ঠানে মাধ্যমে ফিলিস্তিনিদের মাঝে অর্থ বিতরণ করে ইয়েমেনিরা
    এই অনুষ্ঠানে মাধ্যমে ফিলিস্তিনিদের মাঝে অর্থ বিতরণ করে ইয়েমেনিরা

ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনি সম্প্রদায়ের জন্য ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষ নগদ অর্থ বিতরণ করেছে। এছাড়া, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের জন্য ১৫ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেনিরা।

ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও হত্যাযজ্ঞ মোকাবেলার জন্য এবং সাধারণ জনগণের প্রতি সমর্থন প্রকাশের মাধ্যম হিসেবে এই অর্থ বিতরণের ব্যবস্থা করা হয়।

ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষের প্রধান বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম।

ইয়েমেনের সাধারণ মানুষ বলছে,  যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বার্তা দেয়া হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের বর্বর আগ্রাসন মোকাবেলা করা সত্ত্বেও তিনি জনগণকে ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/৩০