ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘ দূতের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i92462
ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০১, ২০২১ ১২:২৪ Asia/Dhaka
  • মার্টিন গ্রিফিথ
    মার্টিন গ্রিফিথ

ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, জ্বালানিসহ সমস্ত জরুরি পণ্য প্রবেশের ওপর থেকে সবধরনের বাধা তুলে নিতে হবে। এর সঙ্গে কোনো রকমের রাজনৈতিক ও সামরিক ইস্যু যুক্ত করা ঠিক হবে না। 

মার্টিন গ্রিফিথ এই আহ্বান জানালেও পর্যবেক্ষকরা মনে করেন, তার এ আহ্বানের কারণে ইয়েমেনের সংকট নিরসন হবে না। তারা মনে করেন, বিদেশি হস্তক্ষেপ ছাড়াই ইয়েমেনিরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। 

গতকাল সংবাদ সম্মেলনের আগে গ্রিফিথ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক আল-হুথির সঙ্গে সাক্ষাৎ করেন। ইয়েমেনের ওপর থেকে সৌদি জোটের বর্বর অবরোধ তুলে নেয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কড়া সমালোচনা করেন হুথি নেতা আবদুল মালেক।#

পার্সটুডে/এসআইবি/১