আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতা
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে ফিলিস্তিন বিষয়ক বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ জুন ২০২১।
প্রশ্নমালা
প্রশ্ন-১. দখলদার ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে সামরিক অভিযান শুরু করে তার নাম কী?
প্রশ্ন-২. এবারের গাজা যুদ্ধে ফিলিস্তিনের আল-কুদস ব্রিগেড ‘কাসেম' নামে একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির নামকরণ কার নামে করা হয়েছে?
প্রশ্ন-৩. ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে 'আর্থিক ও সামরিক পৃষ্ঠপোষকতা' দেয়ার জন্য হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কোন্ দেশটিকে ধন্যবাদ জানান?
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।
২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।
৭. ইমেইলে সাবজেক্টের ঘরে 'ফিলিস্তিন বিষয়ক কুইজ প্রতিযোগিতা' লিখতে হবে।
৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৮