প্রতিরোধকামী ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়ার মার্কিন পদক্ষেপের নিন্দা জানালো হিজবুল্লাহ
(last modified Thu, 24 Jun 2021 12:07:23 GMT )
জুন ২৪, ২০২১ ১৮:০৭ Asia/Dhaka
  • প্রতিরোধকামী ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়ার মার্কিন পদক্ষেপের নিন্দা জানালো হিজবুল্লাহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ ইয়েমেন ও ফিলিস্তিনের প্রতিরোধকামী বেশকিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়ার মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

আজ বৃহস্পতিবার লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আকিফের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমেরিকার এ পদক্ষেপ একটি সুষ্পষ্ট অপরাধ এবং তা স্বাধীন গণমাধ্যম নীতির বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। 

তিনি আরো বলেন, আমেরিকা তার এ নোংরা পদক্ষেপের মাধ্যমে নিজের এবং মজলুম ফিলিস্তিনি এবং ইয়েমেনি জনগণের ওপর তার মিত্রদেশগুলোর অপরাধযজ্ঞগুলো আড়াল করতে চাইছে। হিজবুল্লাহর এই জনসংযোগ কর্মকর্তা আমেরিকার মাধ্যমে বন্ধ করে দেয়া এসব ওয়েবসাইটের প্রতি সংহতি প্রকাশ করেছেন।এছাড়া, খবরের এসব সাইটকে যেকোনো সহযোগিতা দেয়ার পাশাপাশি এগুলো যাতে মানবিক এবং সৎ কর্মকাণ্ডগুলোর প্রচার অব্যাহত রাখতে পারে সেই জন্য সবার সমর্থন কামনা করেছেন। 

গত মঙ্গলবার মার্কিন সরকার ইরানের প্রেস টিভির ওয়েবসাইটসহ প্রায় ৩০টি ওয়েবসাইটের ডোমেইন বন্ধ করে দিয়েছে। এর মধ্যে ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম, ইয়েমেনের আল-মাসিরা এবং বাহরাইনের লুয়ালুয়া টেলিভিশন নেটওয়ার্কও রয়েছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ