ভারত মহাসাগরে আবার ইসরাইলি কারগো জাহাজে হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i94104-ভারত_মহাসাগরে_আবার_ইসরাইলি_কারগো_জাহাজে_হামলা
উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কারগো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ০৪, ২০২১ ০৫:২৫ Asia/Dhaka
  • ইসরাইলি মালিকানাধীন এরকম একটি জাহাজে শনিবার হামলা হয়েছে বলে আল-মায়াদিন জানিয়েছে।
    ইসরাইলি মালিকানাধীন এরকম একটি জাহাজে শনিবার হামলা হয়েছে বলে আল-মায়াদিন জানিয়েছে।

উত্তর ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কারগো জাহাজে ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে চালানো হামলায় আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয়।

নির্ভরযোগ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।  

কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও তেল আবিব দাবি করেছে, এটিতে ইসরাইলি কোনো ক্রু নেই।ওদিকে ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছেন, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরাইলি জাহাজ হামলার শিকার হয়।

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।