ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় রিয়াদ: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i94108-ইরানের_সঙ্গে_সংলাপকে_স্বাগত_জানায়_রিয়াদ_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ।তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সেকথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন বলে আল-জাযিরা নিউজ চ্যানেল জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২১ ০৫:৫৮ Asia/Dhaka
  • সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান
    সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে সংলাপকে স্বাগত জানায় তার দেশ।তেহরান ও রিয়াদের মধ্যে কয়েক মাস আগে ইরাকে যে সংলাপ শুরু হয়েছে সেকথা উল্লেখ করে ফারহান এ মন্তব্য করেন বলে আল-জাযিরা নিউজ চ্যানেল জানিয়েছে।

তিনি দ্বিপক্ষীয় এ সংলাপকে ইতিবাচক আখ্যায়িত করেন এবং এর মাধ্যমে দ্বিপক্ষীয় তিক্ততার অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় মধ্যপ্রাচ্যের কথিত কিছু গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ গত ছয় বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

এদিকে সৌদি আরব কবে তেল আবিবকে স্বীকৃতি দেবে- এমন প্রশ্নের উত্তরে ফয়সাল বিন ফারহান দাবি করেন, রিয়াদের কাছে এই মুহূর্তে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংলাপ আবার শুরুর বিষয়টি অগ্রাধিক পাচ্ছে। কারণ, যতদিন ফিলিস্তিন সংকটের সমাধান না হচ্ছে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যতদিন কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হচ্ছে ততদিন তেল আবিবকে স্বীকৃতি দেবে না রিয়াদ।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।