আরব লীগ থেকে আরব আমিরাতকে বহিষ্কার করতে হবে: ফিলিস্তিনের ফাতাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i94438-আরব_লীগ_থেকে_আরব_আমিরাতকে_বহিষ্কার_করতে_হবে_ফিলিস্তিনের_ফাতাহ
আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল ফাতাহ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১১, ২০২১ ১৭:৫৪ Asia/Dhaka
  • আব্বাস জাকি
    আব্বাস জাকি

আরব লীগ থেকে সংযুক্ত আরব আমিরাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে ফিলিস্তিনের প্রভাবশালী রাজনৈতিক দল ফাতাহ।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস জাকি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ইসরাইলিদেরকে নাগরিকত্ব দেওয়ায় সংযুক্ত আরব আমিরাত-কে বহিষ্কার এখন সময়ের দাবি। ইসরাইলিদেরকে নাগরিকত্ব দেওয়ায় আরব আমিরাতে দখলদারদের প্রভাব অনেক বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

আব্বাস জাকি আরও বলেন, আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করেছে। আবু ধাবির যুবরাজ ইবনে জায়েদ এই বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত। আরব দেশগুলোর সংগঠন আরব লীগ থেকে এই দেশকে বহিষ্কার করতে হবে।

আরব লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ইসরাইলিদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে ইহুদিবাদের বিস্তার কেউ ঠেকাতে পারবে না।

 তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের জনগণের কোনো দোষ নেই। এই বিশ্বাসঘাতকতা করেছেন মুহাম্মাদ বিন জায়েদ।

সম্প্রতি বিখ্যাত ওয়েবসাইট 'আমিরাত লিক্স' জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত গত কয়েক মাসে পাঁচ হাজার ইসরাইলিকে নাগরিকত্ব দিয়েছে। বিদেশি পুঁজি বিনিয়োগ বাড়ানোর কথা বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। #

পার্সটুডে/এসএ/১১  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।