ইরাক সরকারের সমালোচনা করল নুজাবা আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i97170-ইরাক_সরকারের_সমালোচনা_করল_নুজাবা_আন্দোলন
ইরাকের অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে বাগদাদ সরকারের রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করেছে নুজাবা আন্দোলন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির অন্যতম সদস্য এই নুজাবা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ২০:৪১ Asia/Dhaka
  • মাঝেমধ্যেই ইরাকের অভ্যন্তরে হামলা চালায় তুর্কি বিমান
    মাঝেমধ্যেই ইরাকের অভ্যন্তরে হামলা চালায় তুর্কি বিমান

ইরাকের অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে বাগদাদ সরকারের রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করেছে নুজাবা আন্দোলন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির অন্যতম সদস্য এই নুজাবা।

গতকাল (বুধবার) টুইটারে দেয়া এক পোস্টে নুজাবা আন্দোলনের  মুখপাত্র নাসর আল-শাম্মারি বলেন, শুধু আগস্ট মাসেই তুর্কি সামরিক বাহিনীর বিমান হামলায় ইরাকের ২৬ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, তুর্কি হামলায় ২৩ জন নিহত হয়েছে দুহোক শহরে। বাকি দুজন সুলাইমানিয়া এবং একজন এরবিল শহরে মারা গেছেন।

নুজাবা আন্দোলনের  মুখপাত্র নাসর আল-শাম্মারি

শাম্মারি বলেন, “এই সমস্ত ঘটনা ঘটছে ইরাক সরকারের রহস্যজনক নীরবতার মাঝে। এ ব্যাপারে দেশের রাজনীতিবিদরাও চুপ রয়েছেন।”

গতমাসে নুজাবা আন্দোলনের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, তুর্কি আগ্রাসন অব্যাহত থাকলে তার সংগঠন তুরস্কের সেনা এবং দখলদার মার্কিন সেনাদের মাঝে কোনো পার্থক্য করবে না।#

পার্সটুডে/এসআইবি/৯