উত্তর ইরাকে সন্ত্রাসীদের ৪ ঘাঁটি ধ্বংস করল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i97620-উত্তর_ইরাকে_সন্ত্রাসীদের_৪_ঘাঁটি_ধ্বংস_করল_ইরান
ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আর্জমান্দফার্দ আজ সোমবার বলেছেন, ইরান সীমান্তের কাছে অপতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৮:১২ Asia/Dhaka
  • উত্তর ইরাকে সন্ত্রাসীদের ৪ ঘাঁটি ধ্বংস করল ইরান

ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আর্জমান্দফার্দ আজ সোমবার বলেছেন, ইরান সীমান্তের কাছে অপতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

ঘাঁটি ধ্বংসে স্মার্ট গোলা ব্যবহার করা হয়েছে। ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে কয়েকটি আরব দেশসহ বিদেশি অপশক্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আর্জমান্দফার্দ আরও বলেন, ইরান সীমান্ত থেকে স্বল্প দূরত্বেই ঘাঁটি গড়ে তুলেছিল এসব সন্ত্রাসী। হামলার আগেই ইরাক সরকার ও দেশটির কর্মকর্তাদেরকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।

তিনি বলেন, ইরাক সরকারকে আগেই বলা হয়েছিল এসব গোষ্ঠী ইরানের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় এই গোষ্ঠীর চারটি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

কিছু দিন আগেও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরাকে সন্ত্রাসীদের ঘাঁটিতে গোলা ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল।#  

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।