তুর্কি সামরিক আগ্রাসনের জবাব দেয়ার অধিকার আছে সিরিয়ার
https://parstoday.ir/bn/news/west_asia-i97636-তুর্কি_সামরিক_আগ্রাসনের_জবাব_দেয়ার_অধিকার_আছে_সিরিয়ার
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের চরম লংঘন এবং এর বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখে দামেস্ক।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২১ ০৭:২৯ Asia/Dhaka
  • সিরিয়ায় তৃুর্কি সেনাদের অভিযান (ফাইল ফটো)
    সিরিয়ায় তৃুর্কি সেনাদের অভিযান (ফাইল ফটো)

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের চরম লংঘন এবং এর বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সিরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে তার অংশ হিসেবে গতকাল (সোমবার) সামরিক অভিযান চালিয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন এই দলটি সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দশকেরও বেশি সময় আগে থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরো বলেন, যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন প্রস্তাবনা পাসের মাধ্যমের সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডত্বের প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে সে কারণে আঙ্কারা সরকারের এই শত্রুতামূলক নীতির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।