সিরীয় সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i98962-সিরীয়_সেনাদের_ওপর_ভারী_অস্ত্র_ব্যবহারের_হুমকি_দিলেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ০৭:৩১ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

তিনি বলেন, "আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে। সে অভিযান শেষ না করে আমরা ফিরে আসবো না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব। ইদলিবে যা করা প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহার করব।"

ইদলিব প্রদেশের তুরস্ক নতুন করে সামরিক বহর পাঠিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে। এরপর এরদোগান এই হুমকি দিলেন এবং তার এই হুমকি সন্ত্রাসীদের পক্ষে গেল। প্রকৃতপক্ষে সিরিয়ার সঙ্কট শুরুর প্রথম থেকেই তুর্কি সরকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন