ইয়েমেনে ব্রিটেনের তৈরি নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব
(last modified Mon, 23 May 2016 06:27:38 GMT )
মে ২৩, ২০১৬ ১২:২৭ Asia/Dhaka
  • একটি অবিস্ফোরিত গুচ্ছবোমা
    একটি অবিস্ফোরিত গুচ্ছবোমা

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পেয়েছে যে ইয়েমেনে ব্রিটেনের তৈরি নিষিদ্ধঘোষিত গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব। উত্তরাঞ্চলীয় ইয়েমেনের দূরবর্তী একটি গ্রামে অবিস্ফোরিত এ রকম গুচ্ছবোমা পাওয়া গেছে।

বিতর্কিত বিএল-৭৫৫ গুচ্ছ বোমাকে কয়েক দশক আগেই নিষিদ্ধ করা হয়েছে। ১৯৭০এর দশকে ব্রিটিশ কোম্পানি হান্টিং ইঞ্জিনিয়ারিং এ বোমাটি তৈরি করেছে। ব্রিট্রিশ যুদ্ধবিমান টর্নেডো থেকে ফেলার উপযোগী করে এ বোমা তৈরি করা হয়েছিল। সৌদি আরবের কাছে টনের্ডো বিমানও বিক্রি করেছে ব্রিটেন।

প্রতিটি বিএফ-৭৭৫’এর ভেতরে রয়েছে ১৪৭টি গুচ্ছ বোমা। ফাটার পর এ সব বোমা বিশাল এলাকা জুড়ি ছড়িয়ে পড়ে। এ সব বোমার সবগুলোই একসাথে বিস্ফোরিত হয় না বরং আত্মগোপন করে থাকে। বুঝতে না পেরে নিরীহ মানুষ এ সব বোমার কাছ দিয়ে যাওয়ার সময় বা এতে পা দিলে তা বিস্ফোরিত হয়।

১৯৮০ এবং ১৯৯০ এর দশকে শতাধিক দেশ এ বোমার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে তা ব্রিটেন বিক্রি করেছে বলে মনে করা হয়। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত।#

পার্সটুডে/মূসা রেজা/২৩

ট্যাগ