‘আফগান অর্থ আটকে রাখলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ক্ষতিগ্রস্ত হবে’
https://parstoday.ir/bn/news/world-i101358-আফগান_অর্থ_আটকে_রাখলে_সন্ত্রাস_বিরোধী_যুদ্ধ_ক্ষতিগ্রস্ত_হবে’
আফগানিস্তানের বিশাল অঙ্কের অর্থ আটকে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২১ ১৫:১৬ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

আফগানিস্তানের বিশাল অঙ্কের অর্থ আটকে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

তিনি পাকিস্তানের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের শত শত কোটি ডলার অর্থ আটকে দিয়েছে এবং দেশটির অন্তর্বর্তী তালেবান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমেরিকার এ পদক্ষেপের ফলে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে এবং আফগানিস্তানের মানবিক ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার নিবন্ধে আরো লিখেছেন, আফগানিস্তানের জনগণের জীবন বাঁচানো এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি হয়ে পড়েছে।

কোরেশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানের অর্থ আটকে রাখার পাশাপাশি তালেবানের ওপর নিষেধাজ্ঞা চলতে থাকলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও মাদক চোরাচালান প্রতিরোধের আন্তর্জাতিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়তে পারে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ কাবুলের ৯০০ কোটি ডলার অর্থ আটকে দিয়েছে। এর ফলে আফগানিস্তানের অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে পড়েছে এবং বেশিরভাগ বৈদেশিক মুদ্রার তুলনায় আফগান মুদ্রা ‘আফগানি’র মূল্যপতন অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।