মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার স্বীকারোক্তি
‘ওয়াশিংটনকে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মাশুল দিতে হচ্ছে’
-
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ওয়াশিংটনকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার বিপর্যয়কর মাশুল দিতে হচ্ছে। তিনি শুক্রবার আমেরিকার পররাষ্ট্র সম্পর্ক পরিষদে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।
তিনি ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে সংশয় প্রকাশ করে বলেন, আমরা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তার পরমাণু কর্মসূচির বিস্তার ঘটিয়েছে। আবার এই কর্মসূচিকে পরমাণু সমঝোতার মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে নেয়া কঠিন হবে।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর ওয়াশিংটন তার মিত্রদের কাছে কোণঠাসা হয়ে পড়ে বলে স্বীকার করে জ্যাক সুলিভান। তিনি দাবি করেন, ওয়াশিংটনের ধৈর্যের সীমা রয়েছে এবং ইরান যদি তার পরমাণু কর্মসূচিকে এগিয়ে নেয় তাহলে পরমাণু সমঝোতায় ফিরে আসা কঠিন হবে।
এর আগে গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছিলেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল বড় ভুল।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।