মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিতে কাবুলে মিছিল
(last modified Tue, 21 Dec 2021 13:35:11 GMT )
ডিসেম্বর ২১, ২০২১ ১৯:৩৫ Asia/Dhaka

মার্কিন সরকার আফগানিস্তানের অর্থ আটকে রাখায় এর প্রতিবাদে কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন আফগান জনগণ। তারা আফগান জনগণের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন।

এ ছাড়াও মার্কিন সরকার আফগানিস্তানের অর্থ আটকে রাখায় এর প্রতিবাদে হোয়াইট হাউজের সামনেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে খবর পাওয়া গেছে। গতকাল সোমবারে অনুষ্ঠিত ওই সমাবেশে আফগান জনগণকে মার্কিন নীতির বলির পাঠা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে আফগান জনগণের বিরোধী মার্কিন সরকারের নানা পদক্ষেপের নিন্দা জানিয়ে লন্ডনেও প্রতিবাদ মিছিল হয়েছে। 

এটা স্পষ্ট মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনলেও দেশটির জনগণকে এখনও কষ্ট দিয়ে যাচ্ছে।  এর আগে গত বিশ বছরে মার্কিন সরকার সন্ত্রাসবাদ ও তালেবান দমনের নামে হাজার হাজার নিরীহ বেসামরিক আফগানকে হত্যা করেছে এবং আফগানিস্তানের অনেক অবকাঠামোও ধ্বংস করেছে। 

আমাদের খেতে দাও!!: মার্কিন বিরোধী মিছিলে আফগানদের ব্যানারের শ্লোগান 

 

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সব পশ্চিমা সেনা প্রত্যাহারের ফলে দেশটির জনগণের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নত হবে বলে আশা করা হলেও মার্কিন সরকার আফগানদের প্রায় এক হাজার কোটি ডলার অর্থ আটকে দেয়ায় দেশটি জরুরি খাদ্য ও ওষুধসহ নানা জরুরি পণ্যের সংকটে ভুগছে এবং দেশটিতে দুর্ভিক্ষ ও চরম দারিদ্র ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চার মাস ধরে ক্ষমতাসীন তালেবান সরকার অর্থের অভাবে কর্মচারীদের বেতন দিতে পারছে না। 

অন্য কথায় আফগানিস্তানে মানবীয় বিপর্যয় অত্যাসন্ন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই মানবীয় সংকটের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে। ক্ষুধার্ত আফগানদের অনেকেই দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। 

জাতিসংঘ এক সতর্ক-বার্তায় বলেছে, আফগানিস্তানকে সাহায্য দেয়া না হলে আগামী ২০২২ সনের মাঝামাঝি সময়ে ৯৭ শতাংশ আফগান দরিদ্র হয়ে পড়বে। মার্কিন সরকার তালেবানকে ক্ষমতায় বসাতে সহায়তা করার পর এখন আফগানিস্তানে মানবীয় সংকট ঠেকাতেও দেশটির সম্পদ মুক্ত করবে এটাই বিশ্ব-বাসীর প্রত্যাশা। # পার্সটুডে/এমএএইচ/২১

ট্যাগ