কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীকে ছেড়ে দেয়ার দাবি নাকচ
(last modified Mon, 03 Jan 2022 10:37:03 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ১৬:৩৭ Asia/Dhaka
  • তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি
    তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি

২০২১ সালের আগস্ট মাসে তালেবানের ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে তালেবান মুক্ত করে দিয়েছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে অন্তর্বর্তী তালেবান সরকার।

তালেবান সরকারের উপ মুখপাত্র বেলাল কারিমি এক বার্তায় বলেছেন, ২০২১ সালের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে বাগরাম কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে যে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই এবং এ দাবির পক্ষে কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবে না।

কারিমি বলেন, তালেবান আফগানিস্তানের শহরগুলোতে প্রবেশ করার আগে বহু কারাগারের তালা ভেঙে দায়েশ সন্ত্রাসীরা বেরিয়ে গেছে। তারপরও এই গোষ্ঠীর সন্ত্রাসীদেরকে আবার আটক বা হত্যা করা হয়েছে।

কাবুল বিমানবন্দরে গত আগস্টের হামলা (ফাইল ফবি)

এর আগে একাধিক মার্কিন সেনা কর্মকর্তা অভিযোগ করেন, আফগানিস্তানের বাগরাম কারাগার থেকে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার মূল হোতাকে ছেড়ে দিয়েছে তালেবান প্রশাসন। তবে এর পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

গত ২৬ আগস্টের ওই হামলায় ১৩ মার্কিন সেনা এবং প্রায় ২০০ আফগান নাগরিক নিহত হন। সে সময় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করে ঘোষণা করে, আব্দুর রহমান আল-লগারি নামে তাদের এক সদস্য এই হামলার মূল পরিকল্পনা তৈরি করেছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ