দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন ভুল পথে হাঁটছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i102718-দুই_তৃতীয়াংশ_ভোটার_মনে_করেন_ভুল_পথে_হাঁটছে_আমেরিকা
আমেরিকার দুই-তৃতীয়াংশের বেশি ভোটার মনে করেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা ভুল পথে পরিচালিত হচ্ছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২০, ২০২২ ১৭:৩৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট জো বাইডেন
    প্রেসিডেন্ট জো বাইডেন

আমেরিকার দুই-তৃতীয়াংশের বেশি ভোটার মনে করেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা ভুল পথে পরিচালিত হচ্ছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

মর্নিং কনসাল্ট এবং পলিটিকো যৌথভাবে এই জনমত জরিপ পরিচালনা করেছে যাতে দেখা যাচ্ছে- শতকরা ৬৮ ভাগ ভোটার মনে করেন- আমেরিকা ভুল পথে হাঁটছে। এর বাইরে শতকরা ৩২ ভাগ ভোটার এই চিন্তার বিপরীতে অবস্থান করছেন।

জনমত জরিপের তথ্য অনুসারে শতকরা ৪১ ভাগ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট জো বাইডেনের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন, অন্যদিকে শতকরা ৫৬ ভাগ মানুষ তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। কয়েকদিন আগে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস অন্য এক জরিপে দেখিয়েছিল যে, আমেরিকার অর্ধেক মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বের প্রতি হতাশ এবং মনঃক্ষুণ্ণ।

গত আগস্ট মাসে আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এর পরপরই পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এ ঘটনার পর থেকে বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। এছাড়া, মূল্যস্ফীতিসহ আরো বেশ কিছু অভ্যন্তরীণ ইস্যুতে তিনি জনগণের চাপের মুখে রয়েছেন। চলতি বছর আমেরিকায় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন রয়েছে। ডেমোক্র্যাট দলের নেতারা মনে করছেন প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে ওই নির্বাচনে তাদের খেসারত দিতে হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২০