‘ক্ষুধার সম্মুখীন’ আফগানিস্তানের জন্য সাহায্যের হাত বাড়ান: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i102818-ক্ষুধার_সম্মুখীন’_আফগানিস্তানের_জন্য_সাহায্যের_হাত_বাড়ান_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ক্ষুধার সম্মুখীন’ আফগানিস্তানের কোটি কোটি মানুষের প্রতি অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জানুয়ারি ২৩, ২০২২ ০৮:৩৪ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ক্ষুধার সম্মুখীন’ আফগানিস্তানের কোটি কোটি মানুষের প্রতি অবিলম্বে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন বলে আফগান বার্তা সংস্থা আওয়া জানিয়েছে।

ইমরান খানের টুইটার বার্তায় বলা হয়েছে, জাতিসংঘে সর্বসম্মতভাবে পাস হওয়া একটি প্রস্তাব অনুযায়ী সংকট কবলিত আফগানিস্তানে জরুরি সাহায্য পাঠানো বাধ্যতামূলক।

এর আগেও পাক প্রধানমন্ত্রী আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটিতে জরুরি সাহায্য পাঠানোর জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ইমরান খান এমন সময় এ আহ্বান জানালেন যখন ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর আমেরিকাসহ আরো কয়েকটি পশ্চিমা দেশ আফগানিস্তানের পাওনা টাকা আটকে দিয়েছে।শত শত কোটি ডলারের এই অর্থ সময়মতো আফগানিস্তানের পৌঁছালে দেশটির পক্ষে চলমান দুর্দশা কাটিয়ে ওঠা সম্ভব হতো। কিন্তু পশ্চিমা দেশগুলোর এ পদক্ষেপের ফলে আফগানিস্তান বর্তমানে একটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।