ল্যাভরভ বললেন-
নিরাপত্তার ইস্যু উপেক্ষিত হলে রাশিয়া নিজের মতো ব্যবস্থা নেবে
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নিজের নিরাপত্তার বিষয়ে যে দাবি জানিয়েছে মস্কো সে ব্যাপারে যদি গঠনমূলক কোনো জবাব না পায় তাহলে ক্রেমলিন নিজের মতো করে ব্যবস্থা নেবে।
ল্যাভরভ আজ (বুধবার) রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় দেয়া বক্তৃতায় একথা বলেন। ইউক্রেনের ওপর হামলা হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেয়ার পর সের্গেই ল্যরাভরভ একথা বললেন।
আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা অভিযোগ করছে যে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য দেশটির সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু মস্কো এই অভিযোগ অস্বীকার করছে।

তারা পশ্চিমা দেশগুলোকে সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাব দিয়েছে এবং পাশ্চাত্যের কাছ থেকে তারা একই রকমের গ্যারান্টি চায়। মস্কো বলছে, ইউক্রেনকে কখনো ন্যাটো জোটে অন্তুর্ভক্ত করা হবে না বলে গ্যারান্টি দিতে হবে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি তাতে রাজি নয়।#
পার্সটুডে/এসআইবি/২৬