মস্কো এখনও বলছে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়নি রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে ‘প্রচারণার ধুম্রজাল’ সৃষ্টি করা হয়েছে: ল্যাভরভ
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আমেরিকাকে তার দেশের বিরুদ্ধে ‘প্রচারণার ধুম্রজাল’ সৃষ্টি করার জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন। তিনি গতকাল (শনিবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক টেলিফোনালাপে এ অভিযোগ করেন।
ল্যাভরভ আরো বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টির আবেদন উপেক্ষা করেছে।
রাশিয়া শনিবার বলেছে, দেশটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নিজের কূটনীতিকদের সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু করেছে। আমেরিকাও কিয়েভের মার্কিন দূতাবাস থেকে জরুরি কাজে নিযুক্ত কূটনীতিকরা ছাড়া বাকি কূটনীতিক ও দূতাবাস কর্মীদের দেশে ডেকে পাঠিয়েছে। হল্যান্ড এবং জার্মানিও তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও দক্ষিণ কোরিয়াসহ আরো কিছু দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে।এসব দেশের কোনো কোনোটি এরইমধ্যে তাদের কূটনীতিকদের কিয়েভ থেকে সরিয়ে নিয়েছে।
রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে অভিযোগ তুলে শনিবার পোল্যান্ডে আরো তিন হাজার সেনা পাঠানোর কথা ঘোষণা করেছে। এ নিয়ে পূর্ব ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ছয় হাজারে উন্নীত হতে যাচ্ছে।
রাশিয়া বলছে, পূর্ব ইউরোপে নিজের সমরসম্ভার মজুদ করার অজুহাত সৃষ্টি করার লক্ষ্যে পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ উত্থাপন করেছে।#
পার্সটুডে/এমএমআই/এআর/১৩