ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষ
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় নি, ইউক্রেনকে সদস্য করে নি
-
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন ২৭ জাতির জোটের নেতারা
ফ্রান্সের ভার্সাই নগরীতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। তবে রাশিয়ার তেলের ওপর ২৭ জাতির এ সংস্থা নিষেধাজ্ঞা আরোপ করে নি এবং ইউক্রেনকে জোটের সদস্য পদ দেয় নি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে ব্যাপক আলোচনা ও বাকবিতণ্ডা হয়েছে কিন্তু রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে শীর্ষ নেতারা একমত হতে পারেন নি। ইউরোপীয় ইউনিয়নের পূর্ব অংশে নেতারা জানিয়েছেন, এই জোট রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পশ্চিম অংশের নেতারা এই জোটে ইউক্রেনের সদস্য পদের আবেদন নাকচ করে দিয়েছেন।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের ঘটনাবলীতে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি নাকচ করেছে তবে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সামরিক সহায়তা দ্বিগুণ করে ১০০ কোটি ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জোট ২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল অথচ তারাই এখন ইউক্রেনের সামরিক কর্মকাণ্ডে এভাবে অর্থায়ন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন ঘটনাবলীতে যদি ইউরোপীয় ইউনিয়ন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় তাহলে ইউরোপের খাদ্য, জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।#
পার্সটুডে/এসআইবি/১২