চার দশক পর ৪০ কোটি পাউন্ড ফেরত দিল লন্ডন
ইরানের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাস
-
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস
ইরানকে ৪০ কোটি পাউন্ডের পাওনা পরিশোধ করার খবর দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, লন্ডন সামরিক সরঞ্জাম ক্রয় বাবদ ইরানের পরিশোধ করা অর্থ ফেরত দিয়েছে।
১৯৭৪ সালে ১৫০০ জিফটেন ট্যাংক ক্রয় এবং ১৯৭৬ সালে ২৫০টি সাঁজোয়া যান কেনার জন্য ব্রিটেনকে এই অর্থ পরিশোধ করেছিল ইরান। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর সাবেক শাহ সরকারের আমলে স্বাক্ষরিত ওই দুটি চুক্তি বাতিল করে ব্রিটিশ সরকার। এ অবস্থায় ইরান তার পরিশোধকৃত অর্থ লন্ডনের কাছে ফেরত চায়।
কিন্তু ইরানের ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার অজুহাতে এতদিন লন্ডন ওই অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। উল্টো ইরানের জন্য তৈরি করা ট্যাংকগুলো ১৯৮০’র দশকের গোড়ার দিকে ইরানের ওপর আগ্রাসন চালানোর কাজে ইরাক সরকারকে হস্তান্তর করে ব্রিটিশ সরকার।
এ অবস্থায় ইরান আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় এবং ২০০১ সালে ওই আদালত ব্রিটিশ সরকারকে ওই সামরিক চুক্তি বাবদ ইরানকে ক্ষতিপূরণসহ পাওনা অর্থ পরিশোধ করার নির্দেশ দেয়। আন্তর্জাতিক আদালতের নির্দেশ পালন করতেও সাবেক উপনিবেশবাদী ব্রিটিশ সরকার প্রায় ২১ বছর সময় নিল।#
পার্সটুডে/এমএমআই/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।