পুতিনের সঙ্গে আবারো আলোচনার আহ্বান জানালেন জেলেনস্কি
(last modified Sat, 19 Mar 2022 11:40:20 GMT )
মার্চ ১৯, ২০২২ ১৭:৪০ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার সামরিক অভিযানের ২৪তম দিনে তিনি নতুন করে এই আহ্বান জানালেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এটি হচ্ছে আলোচনা ও সাক্ষাতের সময়। আমি সবার কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে মস্কোর কাছ থেকে। অন্যথায় রাশিয়াকে এমন ক্ষতি মুখে পড়তে হবে যা কয়েক প্রজন্ম পূরণ করতে পারবে না

জাপরিজিয়া শহরে ৩৮ ঘন্টার জন্য কারফিউ জারি

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া আলোচনা শুরু করেছে এবং গত সোমবার থেকে সর্বশেষ ধাপের আলোচনা শুরু হয়। রুশ আলোচক দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে আনার বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি গতকাল (শুক্রবার) বলেছেন, চুক্তির খসড়া চূড়ান্ত হলে পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক সম্ভব

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় জাপরিজিয়া শহরে ৩৮ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে। আজ শনিবার থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত চলবে এই কারফিউ। এ সময় ঘরের বাইরে বের না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের ডেপুটি মেয়র আনাতলি কুর্তিয়েভ।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ