রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন
https://parstoday.ir/bn/news/world-i105638-রাশিয়ার_৩২৮_জন_সংসদ_সদস্যের_ওপর_নিষেধাজ্ঞা_দিল_বাইডেন_প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২২ ০৮:৪০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট জো বাইডেন (মাঝে)
    প্রেসিডেন্ট জো বাইডেন (মাঝে)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা দফায় দফায় রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সর্বশেষ নজির হচ্ছে এইসব সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ।

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মোকাবেলার উপায় নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট এবং শিল্পোন্নত জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। জো বাইডেন গতকাল (বৃহস্পতিবার) ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন। নজিরবিহীনভাবে এই তিনটি সংস্থা ইকই সময়ে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে মিলিত হয়।

ব্রাসেলস সম্মেলনে যোগ দেন ন্যাটো, জি-সেভেন ও ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের নেতারা

ব্রাসেলস বৈঠক শেষে জো বাইডেন সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। অবশ্য এর আগে তিনি টুইটার বার্তায় জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কোম্পানির ৪০০’র বেশি ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

 রাশিয়ার সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সভকমব্যাংকের ১৭ জন বোর্ড মেম্বারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত ৪৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এরইমধ্যে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫