ইউক্রেনে প্রথম ধাপের অভিযান শেষ করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i105700-ইউক্রেনে_প্রথম_ধাপের_অভিযান_শেষ_করেছে_রাশিয়া
রাশিয়া ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে জানিয়ে বিশেষ সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ করার ঘোষণা দিয়েছে। মস্কো জানিয়েছে, এখন তারা দোনবাস অঞ্চলের মুক্তির বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ২৬, ২০২২ ১৭:২৯ Asia/Dhaka
  • ইউক্রেনের একজন সেনা  বাইনোকুলার দিয়ে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে
    ইউক্রেনের একজন সেনা বাইনোকুলার দিয়ে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে

রাশিয়া ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে জানিয়ে বিশেষ সামরিক অভিযানের প্রথম ধাপ শেষ করার ঘোষণা দিয়েছে। মস্কো জানিয়েছে, এখন তারা দোনবাস অঞ্চলের মুক্তির বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিতে যাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লুহানস্ক অঞ্চলের শতকরা ৯৩ ভাগ এবং দোনেস্কের শতকরা ৫৪ ভাগ রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনাল ডিরেক্টরেট সের্গেই রুদস্কই বলেছেন, প্রথম ধাপের অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়েছে।

তিনি বলেন, “ইউক্রেনের সশস্ত্র বাহিনীর যুদ্ধ-ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে যার কারণে দোনবাসের মুক্তির বিষয়টি এখন আমরা বিশেষভাবে গুরুত্ব দিতে পারি যেটি আমাদের মূল লক্ষ্য।”

গত ২৪ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে অসামরিকীকরণের লক্ষ্য নিয়ে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ দুটি অঞ্চল নিয়ে বৃহত্তম দোনবাস অঞ্চল গঠিত। এই অঞ্চলে বেশিরভাগ মানুষ জাতিগতভাবে রাশিয়ান বংশোদ্ভূত।# 

 পার্সটুডে/এসআইবি/২৬