বিধ্বস্ত বিমানের সমস্ত আরোহী নিহত হয়েছেন: চীন
https://parstoday.ir/bn/news/world-i105730-বিধ্বস্ত_বিমানের_সমস্ত_আরোহী_নিহত_হয়েছেন_চীন
চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতরাতে একথা ঘোষণা করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১২:১২ Asia/Dhaka
  • বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়
    বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতরাতে একথা ঘোষণা করেন।

গত ২১ মার্চ তেঙজিয়ান কাউন্টির গুয়াংজি ঝুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতরাতে দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন, কাউকেই জীবিত উদ্ধার করা যায় নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ড।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনও পরিষ্কার কোন কিছু জানা যায় নি। এরইমধ্যে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে।

বিমান দুর্ঘটনা সম্পর্কে মাসখানেক পরে অন্তর্বর্তীকালীন রিপোর্ট পাওয়া যেতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেতে বছর খানেক সময় অপেক্ষা করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।