ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অগ্রগতির জের
কিয়েভের আশপাশে হামলা ‘ব্যাপক মাত্রায়’ কমিয়ে দেবে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরিনিহিভে ‘ব্যাপক মাত্রায়’ হামলা কমিয়ে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তাম্বুলে দু’দেশের প্রতিনিধিদের শান্তি আলোচনায় অগ্রগতি হওয়ার সুবাদে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মস্কো ঘোষণা করেছে।
রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন দ্বিপক্ষীয় আলোচনায় আরো অগ্রগতি অর্জন ও আস্থা সৃষ্টির লক্ষ্যে কিয়েভ ও চেরনিহিভে সামরিক তৎপরতা ‘উল্লেখযোগ্য মাত্রায়’ কমানো হবে। তবে তিনি ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কথা উল্লেখ করেননি যেখানেও রাশিয়ার সেনাবাহিনী বড় ধরনের অভিযান চালাচ্ছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন আলোচনায় অগ্রগতিরও খবর দেন। তিনি বলেন, মঙ্গলবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিরা রাশিয়ার দাবি অনুযায়ী জোট নিরপেক্ষ (নিউট্রাল স্ট্যাটাস) অবস্থান গ্রহণে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন। সেইসঙ্গে ইউক্রেন কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। ফোমিন বলেন, ইউক্রেন এসব বিষয়ে রাজি হলে তাকে নিরাপত্তা গ্যারান্টি দেবে মস্কো।
জোট নিরপেক্ষ অবস্থানের অর্থ, ইউক্রেন আর ন্যাটোর মতো কোনো সামরিক জোটে যোগ দেবে না, এমনকি কোনো দেশ বা জোটকে সামরিক ঘাঁটিও করতে দেবে না তারা।রাশিয়া গত কয়েক বছর ধরে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এই গ্যারান্টিই দাবি করে আসছিল এবং তা না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।