ইউক্রেনের বুচা শহরে ‘গণহত্যা’র অভিযোগ; কী বলছে রাশিয়া
(last modified Mon, 04 Apr 2022 04:34:09 GMT )
এপ্রিল ০৪, ২০২২ ১০:৩৪ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ
    ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের বুচা শহরে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে অভিযোগ করছে তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া উল্টো কিয়েভের এ সংক্রান্ত অভিযোগকে ‘আরেকটি উস্কানি’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইউক্রেন সরকার গতকাল (রোববার) দাবি করে, দেশটির বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে। রাজধানী কিয়েভ থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটি রোববার রুশ সেনাদের দখল থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন। বুচারের মেয়র আনাতোলি ফেডরুক দাবি করেছেন, রুশ সেনারা শহরটিতে অন্তত ৩০০ লাশ ফেলে রেখে গেছে যাদের অনেকের হাত ও পা বাঁধা ছিল। ইউক্রেন সরকার এজন্য রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আমেরিকা ও ইউরোপের কাছে আবেদন জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা বুচায় ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেন সরকার বুচায় ‘সাজানো নাটক’ মঞ্চস্থ করেছে। রুশ সেনারা বুচা শহর থেকে ৩০ মার্চ চলে এসেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

এতে বলা হয়, কিয়েভ সরকার বুচারে কথিত গণহত্যা সম্পর্কে যেসব ছবি ও ভিডিও প্রকাশ করছে তার উদ্দেশ্য নিছক উসকানি সৃষ্টি করা। রুশ সেনারা বুচা শহরে অবস্থান করার সময় একজন বেসামরিক নাগরিকেরও কোনো ক্ষতি করেনি। এমনকি রুশ সেনারা শহরটির বেসামরিক নাগরিকদেরকে ৪৫২ টন খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া, সে সময় বুচার অধিবাসীরা স্বাধীনভাবে রাস্তায় চলাচল করেছে এবং উন্মুক্তভাবে মোবাইল ফোন ব্যবহার করেছে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ