শ্রীলঙ্কায় যেভাবে পালিত হলো বাংলা নববর্ষ
(last modified Thu, 14 Apr 2022 12:03:32 GMT )
এপ্রিল ১৪, ২০২২ ১৮:০৩ Asia/Dhaka

দেশে দেশে নানা আয়োজনে বর্ষবরণ। শ্রীলঙ্কায়ও পালিত হলো বাংলা নববর্ষ। শ্রীলঙ্কা সিনহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুথ আবুরুদ্ধাও বলা হয়। দিনটিতে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে। শ্রীলংকার এই নববর্ষ ১৪ই এপ্রিল পালন করা হয়। তবে উৎসব চলে এক সপ্তাহ ধরে। সিনহালা নববর্ষের সাথে তামিল নববর্ষের উদযাপনে অনেক সাদৃশ্য রয়েছে। উৎসবে নানা রকম পিঠা, মিষ্টি আর পায়েস বানানো হয়। হয় নানা রকমের খাওয়া দাওয়ার আয়োজন।

বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন পহেলা বৈশাখ কেবল বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে এশিয়া দেশগুলোতে পালিত হয় ভিন্ন ভিন্ন আয়োজনে। এর মধ্যে ভারতের কয়েকটি রাজ্য, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, শ্রীলংকা, কম্বোডিয়া এবং ভিয়েতনাম অন্যতম।#

পার্সটুডে/আবুসাঈদ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।