ইউরোপ বলছে কয়েক মাস সময় লাগবে
https://parstoday.ir/bn/news/world-i106700-ইউরোপ_বলছে_কয়েক_মাস_সময়_লাগবে
ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা একথা বললেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৬, ২০২২ ১৪:১৪ Asia/Dhaka
  • রাশিয়ার একটি তেল স্থাপনা
    রাশিয়ার একটি তেল স্থাপনা

ইউরোপের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করতে হলে কয়েক মাস সময় লাগবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অজুহাতে ইউরোপের দেশগুলো যখন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা একথা বললেন।

রাশিয়ার জ্বালানি আমদানি বাতিল করার বিষয়ে আলোচনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল (শুক্রবার) জানিয়েছে, ইউরোপীয় কমিশন নানা বিকল্প নিয়ে ভাবছে। তবে এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে বিদ্যমান চুক্তি বাতিল, বিকল্প খুঁজে পাওয়া এবং সম্ভাব্য বাধা প্রতিরোধ করা। এগুলো রাতারাতি করা যাবে না। এজন্য কমপক্ষে কয়েক মাস সময় লাগবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর প্রতিক্রিয়ায় আমেরিকা ও ইউরোপের দেশগুলো রাশিয়ার ওপর নজিরিবিহীনভাবে এ পর্যন্ত ৫৬০০’র বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা এখন রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।

অবশ্য এ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি রয়েছে। বিশেষ করে জার্মনি, ইতালি ও হাঙ্গেরি রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করার বিপক্ষে। রাশিয়ার ওপর এসব দেশের জ্বালানি নির্ভরতা অতিমাত্রায় বেশি।#

পার্সটুডে/এসআইবি/১৬