যুদ্ধ অবসানের জন্য পুতিনের সঙ্গে বৈঠক করতে চাইলেন জেলেনস্কি
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল (শনিবার) রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি মনে করি যিনি যুদ্ধ শুরু করেছেন তিনি যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম।” জেলেনস্কি বলেন, “আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ভয় পাই না যদি তা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ দেখায়। আমি প্রথম থেকেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা বলে আসছি।”
জেলেনস্কি বলেন, “চলমান সংঘাত অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক জরুরী। তবে ব্যাপারটা এমন নয় যে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলাম এবং বিষয়টি কূটনৈতিক উপায়ে সমাধান হয়ে গেল।”
আজ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরে তারা ইউক্রেনকে আরো গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করবেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের ব্যাপারে জোর দিচ্ছেন।#
পার্সটুডে/এসআইবি/২৪