যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করুন: জাতিসংঘ মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i107190-যত_তাড়াতাড়ি_সম্ভব_ইউক্রেনে_যুদ্ধবিরতি_কার্যকর_করুন_জাতিসংঘ_মহাসচিব
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৭, ২০২২ ১৩:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়র সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।

গুতেরেস বলেন, “কার্যকর সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আমরা খুবই আগ্রহী; আমরা শান্তিপূর্ণ সমাধানের পরিবেশ তৈরি করতে চাই।”

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর দুই মাস পর গুতেরেস রাশিয়া সফরে যান। রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, “ইউক্রেনে যা ঘটছে তার হয়ত ভিন্ন ব্যাখ্যা আছে। তবে সেজন্য আন্তরিক সংলাপের পথ সীমাবদ্ধ করা উচিত হবে না। সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য যুদ্ধের অবসান হওয়া উচিত।”

ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন গুতেরেস

ল্যাভরভর সঙ্গে বৈঠকের সময় জাতিসংঘ মহাসচিব মারিওপল শহরে আটকে পড়া লোকজনকে বের করে নেয়ার ক্ষেত্রে জাতিসংঘের পক্ষ থেকে সহযোগিতা দেয়ার প্রস্তাবও দেন। সম্ভাব্য যুদ্ধাপরাধ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন; যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।