ল্যাভরভের বক্তব্যে এবার উষ্মা প্রকাশ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i107520-ল্যাভরভের_বক্তব্যে_এবার_উষ্মা_প্রকাশ_করলেন_ইসরাইলের_প্রেসিডেন্ট
সাবেক জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি বলেছেন, ল্যাভরভের বক্তব্যে তিনি যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৫, ২০২২ ০৮:২২ Asia/Dhaka
  • ল্যাভরভের হিটলার সংক্রান্ত বক্তব্য ইসরাইলকে অস্তিত্বের সংকটে ফেলতে পারে
    ল্যাভরভের হিটলার সংক্রান্ত বক্তব্য ইসরাইলকে অস্তিত্বের সংকটে ফেলতে পারে

সাবেক জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে এবার ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তিনি বলেছেন, ল্যাভরভের বক্তব্যে তিনি যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন।

ল্যাভরভ সম্প্রতি ইতালির একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত করার রুশ অভিপ্রায় সম্পর্কে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে যখন একজন ইহুদি তখন রাশিয়া কেন দেশটিকে নব্য নাৎসিমুক্ত করার কথা বলছে?

এর উত্তরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদি হলেই যে কোনো ব্যক্তি নাৎসি হতে পারবে না তা নয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব নাৎসিই অ-ইহুদি ছিলেন না। এমনকি এডলফ হিটলারের শরীরেও ইহুদির রক্ত ছিল।

ইহুদিবাদী ইসরাইল ল্যাভরভের এ বক্তব্যের বিরুদ্ধে গত সোমবার কঠোর প্রতিক্রিয়া জানায়। তেল আবিব দাবি করে, ল্যাভরভ তার বক্তব্যের মাধ্যমে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

 ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ

এ সম্পর্কে গতকাল (বুধবার) ইসরাইলি প্রেসিডেন্ট হারজোগ বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যা তথ্য’ তুলে ধরেছেন। তিনি বলেন, ল্যাভরভের বক্তব্যে তিনি ‘ভীষণ ক্ষুব্ধ’ হয়েছেন এবং তাকে তিনি এ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার অনুরোধ করছেন।এর আগে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘লজ্জাজনক, ক্ষমার অযোগ্য এবং ভয়ঙ্কর ঐতিহাসিক ভুল’ বলে আখ্যায়িত করেন।

পর্যবেক্ষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এডলফ হিটলারের হাতে কথিত ইহুদি গণহত্যা বা হোলোকাস্টকে পুঁজি করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। এখন হোলোকাস্টের নামে যে কল্পকাহিনী প্রতিষ্ঠিত করে দেয়া হয়েছে তা ভুল প্রমাণিত হয় এমন যেকোনো বক্তব্য ইসরাইলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলবে বলে ল্যাভরভের বক্তব্যকে কোনো অবস্থায় মেনে নিতে পারছে না তেল আবিব। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের বক্তব্য সমর্থন করে একাধিকবার বলেছে, এই বক্তব্য থেকে সরে যাবে না মস্কো বরং তেল আবিব বিষয়টি নিয়ে ঘাঁটাঘাটি করলে আরো সত্য উন্মোচিত হবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।