রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ প্রশ্নে হাঙ্গেরির প্রধামন্ত্রী
‘এই সিদ্ধান্ত দেশের অর্থনীতির ওপর পরমাণু বোমা হামলার শামিল’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর ওরবান বলেছেন, ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের যে প্রস্তাব দিয়েছে তা তার দেশের অর্থনীতির ওপর পরমণু বোমা হামলার চালানোর শামিল।
আজ (শুক্রবার) হাঙ্গেরির সরকারি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ওরবান দাবি করেন, এর আগে ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছিল যে, প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জোটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়া হবে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় কমিশন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যে প্রস্তাব তুলেছে তা ইউরোপীয় ঐক্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, যেসব দেশে সমুদ্রবন্দর রয়েছে তারা তেল আমদানির বিষয়ে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু হাঙ্গেরির মতো ভূমিবেষ্টিত দেশ সম্পূর্ণভাবে পাইপলাইনের ওপর নির্ভরশীল। হাঙ্গেরিতে যাওয়া পাইপলাইন রাশিয়া থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে এই বাস্তবতা উপেক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন কোনো সিদ্ধান্ত নিলে হাঙ্গেরি তা মানবে না।
প্রধানমন্ত্রী ওরবান বলন, ইউরোপীয় কমিশনের সর্বশেষ প্রস্তাব মেনে নেয়ার অর্থ হচ্ছে দেশের অর্থনীতির ওপর পরমাণু বোমা হামলা চালানো। তিনি সতর্ক করে বলেন, ইউরোপীয় জোটের এ প্রস্তাব গ্রহণ করলে দেশে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ১.৯০ ডলারে আর ডিজেল বিক্রি হবে ২.২২ ডলারে যা পুরো হাঙ্গেরি জাতির ওপর বিরাট বোঝা হয়ে দাঁড়াবে।
এছাড়া, ইউরোপীয় জোটের সিদ্ধান্ত মেনে নিলে মধ্য-ইউরোপীয় এ দেশটির জ্বালানি তেল নিকট ভবিষ্যতে পুরোপুরি ফুরিয়ে যাবে। ওরবান সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার তেলের বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হলে অন্তত পাঁচ বছর সময় লাগবে। তিনি জানান, দেশের স্বার্থের প্রতি সম্মান দেখানো পর্যন্ত তার সরকার বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করতে রাজি আছে।
তিনি আরো বলেন, বর্তমান প্রস্তাব হাঙ্গেরির জন্য সমস্যা তৈরি করেছে এবং তা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয় নি। তিনি জানান, তিনি নতুন প্রস্তাবটিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের কাছে ফেরত পাঠিয়েছেন এবং নতুন একটি প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন। তিনি আগের নিষেধাজ্ঞা অনুমোদনের কথা উল্লেখ করে বলেন, নিষেধাজ্ঞা ইউক্রেনের চলমান সংকটের সমাধান নয় এবং তার দেশের জাতীয় স্বার্থকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়ার অধিকার বুদাপেস্টের রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৬