আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i108004-আনুষ্ঠানিকভাবে_ন্যাটো_জোটে_যোগ_দেয়ার_সিদ্ধান্ত_নিয়েছে_ফিনল্যান্ড
ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোাষণা করেছে। গতকাল (রোববার) দেশটির মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং অন্য মন্ত্রীরা একমত হন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ পাওয়ার জন্য তারা আবেদন জানাবে। ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৬, ২০২২ ১৪:১৯ Asia/Dhaka
  • ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে একমত হয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
    ন্যাটো জোটে যোগ দেয়ার বিষয়ে একমত হয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোাষণা করেছে। গতকাল (রোববার) দেশটির মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং অন্য মন্ত্রীরা একমত হন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ পাওয়ার জন্য তারা আবেদন জানাবে। ফিনল্যান্ড সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

ন্যাটো সদস্য হওয়ার জন্য ফিনল্যান্ড সরকার বিষয়টি জাতীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপন করবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য হতে গেলে জোটের ৩০ সদস্যের সর্বসম্মত সমর্থন প্রয়োজন হবে। কিন্তু তুরস্ক আগেই বলেছে, তারা সুইডেন ও ফিনল্যান্ডের সদস্যপদের জন্য ভোটাভুটিতে ভেটো দেবে। যদি তুরস্ক ভেটো দেয় তাহলে দেশ দুটির ন্যাটো জোটের সদস্য হওয়ার পথ আটকে যাবে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

ন্যাটো জোটে যোগ দেয়া সম্পর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিনল্যান্ডের নিরাপত্তা ও আমাদের নাগরিকরা। ন্যাটো জোটে যোগ দেয়ার সিদ্ধান্ত নরডিক দেশগুলোর মধ্যকার নিরাপত্তা ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।” তিনি আশা করেন, ফিনিশ পার্লামেন্ট তাদের সংকল্প ও দায়িত্বশীলতা থেকে এই সিদ্ধান্ত মেনে নেবে।#      

পার্সটুডে/এসআইবি/১৬