ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i108204-ফিনল্যান্ডে_গ্যাস_সরবরাহ_বন্ধ_করে_দিয়েছে_রাশিয়া
রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপড়নের মধ্যে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২১, ২০২২ ১৪:২৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপড়নের মধ্যে পড়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে মস্কোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপের ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে নিজস্ব মুদ্রা রুবলে তেল ও গ্যাসের দাম পরিশোধ করতে বলে রুশ সরকার।

অনেক দেশ তা মেনে নিলেও ফিনল্যান্ড মানতে রাজি হয় নি। এরই জের ধরে গতকাল রাশিয়ার গ্যাজপ্রম কোম্পানি ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসিউমকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাসউম কোম্পানিও গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে।

ফিনিশ এ কোম্পানিটি বলেছে, গ্রাহকদেরকে তারা বাল্টিক কানেক্টর পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করবে। এ পাইপলাইনটি প্রতিবেশী এস্তোনিয়ার গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও ফিনল্যান্ডের ব্যবহার করা গ্যাসের বেশিরভাগই রাশিয়া থেকে আসে তবে দেশটির মোট জ্বালানির জন্য শতকরা মাত্র পাঁচ ভাগ গ্যাস ব্যবহার করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২১