তালেবান ১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে
https://parstoday.ir/bn/news/world-i10831-তালেবান_১৬_বাসযাত্রীকে_গুলি_করে_হত্যা_করেছে
আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা কয়েকটি বাস থেকে নামিয়ে অন্তত ১৬ যাত্রীকে হত্যা করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ৩১, ২০১৬ ১৭:০৪ Asia/Dhaka
  •  তালেবান ১৬ বাসযাত্রীকে গুলি করে হত্যা করেছে

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবান সন্ত্রাসীরা কয়েকটি বাস থেকে নামিয়ে অন্তত ১৬ যাত্রীকে হত্যা করেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সাইদ মাহমুদ দানেশ জানিয়েছেন, সন্ত্রাসীরা আজ (মঙ্গলবার) প্রদেশটির আলিয়াবাদ জেলায় কয়েকটি বাস আটক করে।এরপর তারা যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে ১৬ জনকে গুলি করে হত্যা করে। এখনো ৩০ জনের বেশি ব্যক্তি সন্ত্রাসীদের হাতে আটক রয়েছেন বলেও জানান তিনি। বাসগুলোতে প্রায় ২০০ জন যাত্রী ছিল।

এদিকে,  পুলিশ কমান্ডার শের আজিজ কামাল জানিয়েছেন, ‘সন্ত্রাসীরা ১৭ যাত্রীকে হত্যা করেছে।তারা কিছু যাত্রীকে মুক্তি দিয়েছে। তবে এখনো অনেককে তারা আটক করে রেখেছে। যাত্রীদের মধ্যে কেউই সামরিক পোষাক পরিহিত ছিলেন না।তবে তাদের মধ্যে পুলিশের কয়েকজন সাবেক সদস্য থাকতে পারে।’

স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, তালেবান ওই জেলার একটি স্থানীয় মসজিদে অস্থায়ী আদালত গঠন করার মাধ্যমে আটক ব্যক্তিদেরকে জেরা করেছে।কাবুলের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যাত্রীদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে তালেবান তাদের আইডি কার্ডগুলোও যাচাই করেছে।

তবে এই বর্বরোচিত ঘটনায় তালেবানের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায় নি।#

পার্সটুডে/বাবুল আখতার/৩১