স্পেন ও ইতালির কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল কেনার সুযোগ পাচ্ছে
https://parstoday.ir/bn/news/world-i108878-স্পেন_ও_ইতালির_কোম্পানি_ভেনিজুয়েলা_থেকে_তেল_কেনার_সুযোগ_পাচ্ছে
রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভেনিজুয়েলা থেকে স্পেন এবং ইতালির কোম্পানিকে তেল কেনার সুযোগ দিচ্ছে আমেরিকা।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ০৬, ২০২২ ১৯:২৭ Asia/Dhaka
  • ইতালির এনি কোম্পানির সদর দপ্তর
    ইতালির এনি কোম্পানির সদর দপ্তর

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ভেনিজুয়েলা থেকে স্পেন এবং ইতালির কোম্পানিকে তেল কেনার সুযোগ দিচ্ছে আমেরিকা।

গতকাল (রোববার) গণমাধ্যম খবর দিয়েছিল যে, স্পেনের রেপসল এসএ এবং  ইতালির এনি এসপিএ কোম্পানিকে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল আমদানির সুযোগ দিচ্ছে মার্কিন সরকার। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব কোম্পানিকে ছাড় দেয়ার বিষয়ে এরইমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে।

২০২০ সালের মাঝামাঝি সময়ে মার্কিন চাপের মুখে এ দুই কোম্পানি ভেনিজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু বাইডেন প্রশাসনের ছাড়ের সুযোগ নিয়ে তারা আবার ভেনিজুয়েলার তেল ইউরোপে আনার ব্যবস্থা করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কোম্পানি দুটিকে গত মাসে তেল আমদানির সুযোগ দেয়ার বিষয়ে গোপনে চিঠি দিয়েছে। ইউরোপের দেশগুলোতে ভেনিজুয়েলা তেল রপ্তানির সুযোগ পুনর্বহালকে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিজয় হিসেবে বিবেচনা করা হবে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতে প্রেক্ষাপটে সৃষ্ট তেল সংকটের কারণে আমেরিকা এই ছাড় দিতে বাধ্য হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৬