জুন ০৮, ২০২২ ০৬:১৫ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের কথিত তিন স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার ব্যাপারে যথেষ্ট স্পর্শকাতরতার পরিচয় দিলেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে একাধিক নাশকতামূলক তৎপরতার নিন্দা জানাননি। তিনি কেন নিন্দা জানানটি তার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন রাফায়েল গ্রোসি।

আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় চার পশ্চিমা দেশের পক্ষ থেকে ইরানবিরোধী প্রস্তাব উত্থাপনের একই দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন গ্রোসি। তুরস্কের সরকারি টিআরটি নিউজ চ্যানেলের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, “ইরান বলছে, আপনি দেশটির পরমাণু স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানানোর প্রয়োজন মনে করেননি এবং আইএইএ’র পক্ষ থেকে নিন্দা না জানানোর কারণে ইরানের অনেক ক্ষতি হয়েছে।ইরানে চালানো এসব নাশকতামূলক তৎপরতার নিন্দা জানানোর ইচ্ছা এখনও আপনার আছে কি?”

২০২০ সালের ২৭ নভেম্বর তেহরানের অদূরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন মোহসেন ফাখরিজাদে

আর্জেন্টিনার নাগরিক ও আমেরিকার তাবেদার আইএইএ’র এই মহাপরিচালক এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তিনি বলেন, “আমি বহুবার সুস্পষ্টভাবে যেকোনো দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংস আচরণর নিন্দা জানিয়েছি।”

গ্রোসি এমন সময় এ হাস্যকর ব্যাখ্যা দিলেন যখন বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান হিসেবে তার অন্যতম প্রধান দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে এসব নাশকতার কঠোর নিন্দা জানানো।

ইরানের একাধিক পরমাণু স্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চালানো এসব নাশকতার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেছে তেহরান। এছাড়া, ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকেও ইহুদিবাদী ইসরাইল হত্যা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এই বিশিষ্ট বিজ্ঞানীর হত্যাকাণ্ডেরও নিন্দা জানায়নি আইএইএ।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ