ব্যাংকে গোলাগুলি; নিহত ২, আহত ৬ পুলিশ কর্মকর্তা
(last modified Wed, 29 Jun 2022 10:36:41 GMT )
জুন ২৯, ২০২২ ১৬:৩৬ Asia/Dhaka
  • ব্যাংকে গোলাগুলির পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা
    ব্যাংকে গোলাগুলির পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন শহরের সীমান্তবর্তী ভ্যাঙ্কুভার আইল্যান্ডের সানিচে অবস্থিত মন্ট্রিল ব্যাংকে এ হামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ব্যাংকে অস্ত্রধারীরা ঢুকেছে বলে খবর পাওয়ার পর তাদের জরুরি দলটি বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

সানিচ পুলিশ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, সন্দেহভাজনদের একটি গাড়িতে বিস্ফোরক ডিভাইস থাকায় ঘটনাস্থলের খুব কাছের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খালি করা হয়।

পরে পুলিশ লিখেছে, জনগণকে নিরাপদ জায়গায় অবস্থানের যে নির্দেশ দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। সম্ভাব্য বোমা হামলার ঝুঁকির কথা বিবেচনা করে ব্যাংকের আশপাশের এলাকা বন্ধ রাখা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

সানিচ পুলিশপ্রধান ডিন ডুথি এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজনদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলেন।

গুলিবিদ্ধ অবস্থায় ছয় কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজন সামান্য আহত হওয়ায় শিগগিরই তাদেরকে ছেড়ে দেয়া হবে। তবে, গুরুতর আহত ব্যক্তিদের অস্ত্রোপচারের প্রয়োজন হবে।

এক টুইটার পোস্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সহিংসতার এ ঘটনায় তিনি ‘হতবাক ও দুঃখিত’।

এতদিন কানাডাকে আন্তর্জাতিক অঙ্গনে শান্তির দেশ হিসেবে বিবেচনা করা হলেও এখন তা আর থাকছে না। দেশটিতে মাঝেমধ্যেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। অনেকে বলছেন, আমেরিকার প্রতিদিনের সহিংসতার বিষবাষ্প দিন দিন কানাডাতেও ছড়িয়ে পড়ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ