ইউক্রেনকে ২৮ হাজার টন সমরাস্ত্র দিয়েছে পাশ্চাত্য: রুশ প্রতিরক্ষামন্ত্রী
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অজুহাতে এখনও দেশটিতে সমরাস্ত্র পাঠিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ পর্যন্ত ইউক্রেনকে ২৮ হাজার টন অস্ত্র সরবরাহ করেছে বলেও তিনি জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি। তবে তারা ইউক্রেনকে সর্বাত্মকভাবে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে।
রাশিয়া এ পর্যন্ত বহুবার সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনকে অস্ত্র দিলে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না। মস্কো আরো বলেছে, পশ্চিমাদের অস্ত্রের চালানে হামলা চালানোর ন্যায়সঙ্গত অধিকারর সংরক্ষণ করবে রাশিয়া।
রুশ প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার রাশিয়ার সেনা কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইউক্রেনকে পশ্চিমারা অস্ত্র সরবরাহ করায় চলমান সংকট জটিলতর হচ্ছে। ইউক্রেনকে সরবরাহ করার অস্ত্রের বেশিরভাগ কালো বাজারে কেনাবেচা হচ্ছে বলে তিনি দাবি করেন। এর আগে রুশ নিউজ চ্যানেল রাশাটুডে জানিয়েছিল, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো ভয়ঙ্কর সব অস্ত্রসস্ত্র সরবরাহ করার কারণে অস্ত্র কেনাবেচার বেশ কিছু অবৈধ বাজার তৈরি হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।