ভারত ও চীনের কাছে রাশিয়ার ২৪০০ কোটি ডলারের জ্বালানি বিক্রি
https://parstoday.ir/bn/news/world-i110246-ভারত_ও_চীনের_কাছে_রাশিয়ার_২৪০০_কোটি_ডলারের_জ্বালানি_বিক্রি
চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২,৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে এ আয় করেছে দেশটি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৭, ২০২২ ১১:৪৩ Asia/Dhaka
  • রাশিয়ার তেল ট্যাঙ্কার
    রাশিয়ার তেল ট্যাঙ্কার

চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২,৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে এ আয় করেছে দেশটি।

গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস ও কয়লা কেনা বাবদ ১ হাজার ৮৯০ কোটি ডলার খরচ করেছে চীন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। একই সময়ে রাশিয়ার কাছ থেকে ৫১০ কোটি ডলার মূল্যের জ্বালানি পণ্য কিনেছে ভারত, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণের বেশি।

২০২১ সালের মার্চ থেকে মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে এ দুই দেশ থেকে রাশিয়া অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি ডলার রাজস্ব পেয়েছে। আমেরিকাসহ বেশ কিছু দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয়ায় রাশিয়া যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে উঠতে অতিরিক্ত এ রাজস্ব ভূমিকা রাখছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, রাশিয়া থেকে জাহাজে করে আটলান্টিকের বাইরে যে পণ্যগুলো যাচ্ছে, তার প্রধান ক্রেতা ভারত। ইউরোপ এসব পণ্য এখন আর নিতে চায় না।

অন্যদিকে, চীনের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক রয়েছে। মূল্যহ্রাস ও স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধের সুযোগ দিয়ে এ দুই দেশের সঙ্গে এ বছর বাণিজ্যপ্রবাহ আরও শক্তিশালী করেছে মস্কো।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও কয়লা আমদানি বেড়েছে। একই সময়ের মধ্যে রাশিয়ার কাছ থেকে তিনটি জাহাজভর্তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও কিনেছে দিল্লি।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।